শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

চিরিরবন্দরে পুলিশের ওপর জামায়াত শিবিরের হামলা

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরের রানীরবন্দরে শিবিরের স্থানীয় নেতা ও একটি মামলার আসামি নাজমুল ইসলামকে গ্রেপ্তারের জের ধরে গতকাল বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করে চিরিরবন্দর থানার পুলিশ। এ সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মী। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে সাত রাউন্ড টিয়ার গ্যাসের শেল ও প্রায় ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে পুলিশ। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

এর আগে পাশের খানসামা উপজেলার পাকেরহাট এলাকায় দলীয় নেতা-কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর দুইবার হামলা করেছিল তারা।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, নাজমুলকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ঘেরাও করে জামায়াত-শিবিরের নেতা-কর্মী।

চিরিরবন্দর থানার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, নাজমুল মামলার এজাহারভুক্ত আসামি। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ছিনিয়ে নিতে ব্যর্থ চেষ্টা চালায় জামায়াত-শিবিরের স্থানীয় নেতা-কর্মী। তাদের ছত্রভঙ্গ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন