শনিবার, ১৬ মার্চ, ২০১৩

জামায়াতের কার্যকলাপ ইসলামবিরোধী: সিলেটের ওলামা-মাশায়েখ

প্রথমআলো | নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ১৫-০৩-২০১৩
সিলেটের ওলামা-মাশায়েখরা বলেছেন, জামায়াত প্রকৃত ইসলামী দল নয়। তারা মওদুদীর ইসলামে বিশ্বাসী। দলটি মুসলমানদের বিভ্রান্ত করে ফায়দা লুটতে চায়। তাদের কার্যকলাপ ইসলামের সরাসরি বিরোধী।

গতকাল শুক্রবার সকালে সিলেটের সার্কিট হাউসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক মতবিনিময় সভায় ওলামা-মাশায়েখরা এসব কথা বলেন।

সিলেটের ওলামা-মাশায়েখদের পক্ষে আবদুল বাছিত বরকতপুরি, শফিকুল হক আমকুনি, আবদুল হান্নান তাপাদার, রেজাউল করিম জালালী, শাহ মমশাদ আহমদ ও আলিমউদ্দিন দুর্লভপুরির নেতৃত্বাধীন একটি দল এ মতবিনিময়ে অংশ নেন।

ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ইসলামের খেদমতকারী প্রকৃত আলেম-ওলামাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক সব সময়ই ভালো ছিল, এখনো আছে। কিন্তু জামায়াত-শিবির চক্র ইসলামের নামে নানারকম গুজব ছড়াচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র হচ্ছে। এসব অপকর্মের ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানদের সচেতন করতে আলেম-ওলামারা ভূমিকা রাখতে পারেন।

মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমাদ কামরান, সিলেট মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন