মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

গোপনে চিকিৎসাধীন অবস্থায় তিন শিবির ক্যাডার আটক

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার খতিবের হাট এলাকায় জামায়াত পরিচালিত একটি ডেন্টাল হাসপাতালে গোপনে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিন শিবির ক্যাডারকে আটক করেছে পুলিশ। এরা হল, সাদ্দাম, সেকান্দর ও ইলিয়াস।

পুলিশ সূত্র জানায়, গত ১১ এপ্রিল ফটিকছড়ি উপজেলার ভুজপুরে আওয়ামী লীগের মিছিলে সহিংস হামলার সঙ্গে তিন শিবির ক্যাডার জড়িত ছিল। ওইদিন সাদ্দাম ও সেকান্দর পায়ে গুলিবিদ্ধ হয়। ইলিয়াছও পায়ে চোট পেয়ে আহত হয়।


মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনজনকে আটকের পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাত ৯টার দিকে ইলিয়াছকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ভুজপুর থানায় নিয়ে যাওয়া হয়। বাকি দু’জন বর্তমানে পুলিশ পাহারায় হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়েছি, তিনজন হামলা ও তান্ডবের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিল। তারা একটি ডেন্টাল হাসপাতালে ভর্তি হয়ে গোপনে চিকিৎসা নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা তাদের আটক করেছি।’

তিনজনকে তান্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন