শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গাজীপুর: ২৪ ঘণ্টার হরতাল সফল করতে গাজীপুর গণজাগরণ মঞ্চ ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় জয়দেবপুর রেলজংশনের ক্রসিংয়ে কর্মরত গেটম্যান সোলিম মিয়া বাংলানিউজকে জানান, কয়েকজন লোক এসে রেলক্রসিং বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে রেলওয়ে সূত্র জানায়, কয়েক ব্যক্তি রাজেন্দ্রপুর স্টেশনের মাস্টার শাহাব উদ্দিন ফকিরকে ট্রেনের সিগন্যাল ক্লিয়ারেন্স না দেওয়ার জন্য বলেন। ফলে, রাজেন্দ্রপুর স্টেশনে ঢাকাগামী জামালপুর কমিউটার ও জয়দেবপুর স্টেশনে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

জয়দেবপুর রেলস্টেশনে আটকাপড়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুষ্টিয়া থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রী হাবিবুল বাসার সাংবাদিকদের জানান, হরতালের কারণে ট্রেনটির যাত্রা বিলম্ব হচ্ছে।

জয়দেবপুর রেলজংশনের প্রধান স্টেশন মাস্টার জিয়া উদ্দিন সরদার বাংলানিউজকে জানান, গণজাগরণ মঞ্চের লোকজন অবরোধ করেছিলেন।

তবে শুক্রবার রাত ৯টায় প্রশাসনের হস্তক্ষেপে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে জয়দেবপুর স্টেশন ছেড়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন