মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

বেঁচে আছি কম্প্রোমাইজের ওপর: ইব্রাহিম খালেদ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. ইব্রাহিম খালেদ বলেছেন, ‘আমরা বেঁচে আছি কম্প্রোমাইজের ওপর, বিজয়ের ওপর নয়।’

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ইব্রাহিম খালেদ বলেন, ‘আমাদের আত্মসমালোচনা করতে হবে। আত্ম-সমালোচনা করতে হবে কেন আমরা ৭৫এ বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি। কেন ২০০ মোটর সাইকেলের বিশাল মিছিল মুষ্টিমেয় মানুষের সামনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই আপনার সংগঠন, এই আপনার শক্তি। কেন এরকম হলো এটা আমাদের খুঁজে বের করতে হবে।’

‘যেখানে আমরা ঐক্যের কথা বলি, সেখানেই আমাদের মধ্যে অনৈক্য বাসা বেঁধেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘যারা বন্ধু তারা সবাই দূরে দূরে। অনেককেই আজ আমরা দেখতে পাই না। তারা বন্ধুত্ব থেকে দূরে চলে যাচ্ছেন। অনৈক্য নয় আমাদের সবাইকে নিয়ে চলতে হবে।’

জামায়াত-শিবিরের অস্ত্র, অর্থ আর ঐক্যের আঘাতে আমরা (অসাম্প্রদায়িক শক্তি) বিপর্যস্ত মন্তব্য করে খালেদ বলেন, ‘আওয়ামী লীগের ভোট ৪০ ভাগের মত। অন্যদিকে জামায়াত-শিবিরের ভোট ৫ ভাগের বেশি হতে দেখিনি। অথচ এই ৫ ভাগের আক্রমণে আপনারা ছিন্নবিচ্ছিন্ন। সব মিলিয়ে জামায়াত-শিবির ও সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলার জন্য সেই রকম নেতৃত্ব এখনো আমরা দেখতে পাচ্ছি না। শুধু দোয়া করে যাচ্ছি।’

সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেন, ‘দেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে প্রয়োজনে এই বয়সেও দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশ নেব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল খালেক বলেন, ‘বঙ্গবন্ধুর সময়ের চেয়ে এখন নেতৃত্ব দেয়া কঠিন। তখন শত্রু চেনা যেত এখন শত্রু চেনা যায় না।’

এতে আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর সভাপতি মাহবুবউদ্দিন আহমদ বীরবিক্রম,  ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ড. আবুল কাশেম প্রমুখ।

এ সময় বক্তারা প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক চেতনাকে ঠেকাতে প্রগতিশীল চেতনাকে জাগ্রত করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন