ঢাবি: ঢাবি শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ আটক
ব্লগারদের মুক্তির দাবিতে আগামী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)
ক্যাম্পাসে ধর্মঘট আহ্বান করেছেন একদল শিক্ষক-শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সুব্রতকে আটক এবং পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সুব্রতকে আটক এবং পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যাম্পাসে আলোর মিছিল করার ঘোষণাও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলা বিভাগের শিক্ষার্থী জয়নাব শান্তু বলেন, “ব্লগারদের মুক্তির দাবিতে আমাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম অতিক্রান্ত হলেও এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। এর ফলশ্রুতিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক রফিক উল্লাহ খান, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মাসুদউজ্জামান, ছাত্রমৈত্রীর ঢাবি শাখার সাধারণ সম্পাদক উন্মেষ রায়,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষীর্থী অধিকার মঞ্চের মুখপাত্র নুর বাহাদুর, বাংলা বিভাগের শিক্ষার্থী পিন্টু রঞ্জন অর্ক প্রমুখ।
সংবাদ সম্মেলনে ৭ এপ্রিল বিকেল ৪টায় রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত হবে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবীসহ বিভিন্ন গোষ্ঠীর সংহতি সমাবেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন