মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে নারী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়াঃ সরকারকে হেফাজতে ইসলামের দেয়া ১৩ দফার প্রতিবাদ এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন ও সমাবেশ করেছেন নারীরা।
সোমবার বিকালে জেলা প্রেসক্লাবের সামনে কয়েকশ নারী মানববন্ধনে অংশ নেন।


একই সময়ে এই মানববন্ধনের প্রতিবাদে শহরের কান্দিপাড়া বড় মাদ্রাসা থেকে হেফাজতকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে মিছিলটি আটকে দেয় পুলিশ। পরে তারা মাদ্রাসায় ফিরে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অনতির আশঙ্কায় দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের কান্দিপাড়া বড় মাদ্রাসার মোড়ে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, পূর্বানুমতি নিয়ে নারীরা মানববন্ধন করেছেন। এ সময় হেফাজতের নেতাকর্মীরা মিছিল করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের বাধা দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন