শনিবার, ১৬ মার্চ, ২০১৩

গোপন বৈঠকের সময় জামায়াতের ১০ নেতা আটক

প্রথমআলো | নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৫-০৩-২০১৩
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আজ শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর রুকনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক চলাকালে তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, আজ রাত আটটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মোহাম্মদপুর রিং রোডে অবস্থিত বাদশা ফয়সাল ইনস্টিটিউটে অভিযান চালায়। এর এক পর্যায়ে পুলিশ জামায়াতের রুকন মোস্তফা কামাল, জামায়াত নেতা মঞ্জুর মোরশেদ, দবিরুল ইসলাম, জালাল আহমেদ, আবদুল মালেক, খোন্দকার আবদুল মোমেন, জাহাঙ্গীর হোসেন, রুস্তম আলী, হাফিজুল ইসলাম ও ধনমিয়াকে আটক করে।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলো ডটকমকে বলেন, ‘আটক জামায়াত নেতারা গোপন বৈঠকে মিলিত হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও সরকারকে বেকায়দার ফেলার পরিকল্পনা করছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন