রিকু আমির : দেশবরেণ্য শিক্ষক, লেখক-কলামিস্ট, সমাজকর্মী সাংস্কৃতিকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ এবং শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠকদেরসহ মোট ৪০ জনকে নাস্তিক আখ্যায়িত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট পাওয়া গেছে। ‘বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, জামিরতলী, দিঘুলী, লক্ষ্মীপুর’Ñ নামের ওই অ্যাকাউন্টে ওইসব ব্যক্তিদের ছবির নিচে নাম দিয়ে পোস্টটি প্রকাশ করা হয়েছে। গত ৪ এপ্রিল এটি পোস্ট করা হয়। উল্লেখ্য, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা’Ñ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন।
ছবির ধারাবাহিকতা অনুযায়ী শিক্ষকদের মধ্যে নাস্তিক আখ্যা দেওয়া হয়েছে- মুনতাসীর মামুন, মুহম্মদ জাফর ইকবাল, ড. আনোয়ার হোসেনকে।
লেখক ও কলামিস্টদের তালিকায় রয়েছেনÑ তসলিমা নাসরিন, আবদুল গাফফার চৌধুরী, সৈয়দ শামসুল হক, শাহরিয়ার কবির, ইমদাদুল হক মিলন। সমাজকর্মীদের তালিকায় রয়েছেনÑ খুশি কবির, সুলতানা কামাল, এলিনা খান। সংস্কৃতিকর্মীদের তালিকায় রয়েছেনÑ রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, হাসান ইমাম, হাসান আরিফ, মামুনুর রশীদ। সাংবাদিকদের তালিকায়Ñ মতিউর রহমান, আবেদ খান, নাঈমুল ইসলাম খান, গোলাম সারোয়ার, আতিকুল্লাহ খান মাসুদ, শ্যামল দত্ত, অঞ্জন রায়, মুন্নী সাহা, জ ই মামুন। রাজনীতিবীদের তালিকায়Ñ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুজাহিদুল ইসলাম সেলিম, মঞ্জুরুল আহসান, খালেকুজ্জামান, হায়দার আকবর রুনু, শরীফ নুরুল আম্বিয়া, আনিসুর রহমানের নাম। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে গঠিত শাহবাগ গণজাগরণ মঞ্চের কয়েকজন সংগঠকের নাম ও ছবিও রয়েছে পোস্টটিতে। তারা হলেনÑ ডা. ইমরান এইচ সরকার, বাপ্পাদিত্য বসু, আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল, ইব্রাহিম খলিল, দেবনাথ ও আরিফুর রহমান।
ছবির নিচে লেখা রয়েছেÑ‘এদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।’ মাঝে হালকা করে লেখাÑ‘তারেক রহমান তরুণ প্রজšে§র নতুন সূর্যোদয়।’
পোস্টটিকে লাইক দিয়েছেন ২৯১ জন, শেয়ার হয়েছে ৮৬৫ বার, মন্তব্য করা হয়েছে ১৯৭ বার। এটি ছাড়াও এই অ্যাকাউন্টে অসংখ্য পোস্ট ও ছবি রয়েছে, যা দেখে স্পষ্ট বোঝা যায় এটি জামায়াত-শিবিরের।
‘বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, জামিরতলী, দিঘুলী, লক্ষ্মীপুর’Ñ নামের ওই অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী পেজটি তৈরি করা হয়েছে ১৯৯০ সালের ১ জানুয়ারি। যদিও এই অ্যাকাউন্টের প্রথম পোস্ট চলতি বছরের ১ এপ্রিলে।
Source: http://www.amadershomoy2.com/content/2013/04/09/news0421.htm
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন