সমকাল । স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
ছারছীনার পীর আলহাজ শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বলেছেন, যুদ্ধাপরাধের বিচার আর ইসলামের কোনো সংঘর্ষ নেই। যারা বিচার চেয়েছে তারা নির্দিষ্ট কিছু ব্যক্তির বিচার চেয়েছে।
ব্লগার ও শাহবাগ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের এখন ঢালাওভাবে নাস্তিক ও মুরতাদ ঘোষণা করে দেশের বিভিন্ন স্থানে তাদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে কিছু সংগঠন। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার তিনি সমকালকে বলেন, দেশের আইনে সব মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। সুতরাং কারও মত প্রকাশে কেউ বাধা দিতে পারে না। কাউকে ঢালাওভাবে মুরতাদ বলার অধিকার কারও নেই। তিনি বলেন, ইসলাম সম্পর্কে যদি কোনো ব্লগার কটূক্তি বা বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করে, তাহলে সরকারের উচিত হবে সেটা খুঁজে বের করে শাস্তি দেওয়া।
ছারছীনার পীর আলহাজ শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ বলেছেন, যুদ্ধাপরাধের বিচার আর ইসলামের কোনো সংঘর্ষ নেই। যারা বিচার চেয়েছে তারা নির্দিষ্ট কিছু ব্যক্তির বিচার চেয়েছে।
ব্লগার ও শাহবাগ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের এখন ঢালাওভাবে নাস্তিক ও মুরতাদ ঘোষণা করে দেশের বিভিন্ন স্থানে তাদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে কিছু সংগঠন। এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার তিনি সমকালকে বলেন, দেশের আইনে সব মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। সুতরাং কারও মত প্রকাশে কেউ বাধা দিতে পারে না। কাউকে ঢালাওভাবে মুরতাদ বলার অধিকার কারও নেই। তিনি বলেন, ইসলাম সম্পর্কে যদি কোনো ব্লগার কটূক্তি বা বিভ্রান্তিমূলক বক্তব্য প্রকাশ করে, তাহলে সরকারের উচিত হবে সেটা খুঁজে বের করে শাস্তি দেওয়া।
তিনি বলেন, যারা ইসলামের নামে সন্ত্রাস ও মানুষ খুন করে, আমরা তাদের সমর্থন করি না। ইসলাম ধর্মে কোথাও খুঁজে পাওয়া যাবে না, কাউকে ধোঁকা দেওয়া জায়েজ আছে।
জামায়াতের রাজনীতি ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা রাজনীতি করি না। তাই রাজনীতি সম্পর্কে কোনো মন্তব্য করব না। তবে ইসলামের নাম করে অনেকে রাজনীতি করার কথা বলে নানা প্রকার ফেতনা-ফ্যাসাদ সৃষ্টি করে, যা ইসলাম সমর্থন করে না। ইসলামের নামে অন্য ধর্মাবলম্বীদের হত্যা, বাড়িঘর লুট, ভাংচুর, অগি্নসংযোগও ইসলাম সমর্থন করে না। ইসলামে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন