সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

খুলনায় নির্দলীয় গণমঞ্চের পতাকা মিছিল,সমাবেশ

খুলনা: খুলনায় যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত শিবির নিষিদ্ধ এবং হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খুলনা নির্দলীয় গণমঞ্চ।

সোমবার দুপুরে নগরীর শিববাড়ী মোড়ের মঞ্চ থেকে পতাকা মিছিল শুরু হয়ে খুলনা কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ হাদিস পার্কে গিয়ে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।


মিছিলে সভাপতিত্ব করেন খুলনা জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডা. বাহারুল আলম।

সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা মোকলেসুর রহমান বাবলু, ফজলে রাব্বী, ডা. সোহানা সেলিম ও রসু আক্তার।

বক্তারা বলেন, মিথ্যা ফতোয়া দেওয়া চলবে না। বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানানো যাবে না। জামায়াত-শিবির হেফাজতে ইসলামীর নামে একটি সংগঠন করে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে। নতুন প্রজন্ম জেগে উঠেছে। এদের  দমানো যাবে না। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি চলবেই। যুদ্ধাপরাধী চক্র শহীদ মিনার এবং স্বাধীনতার ভাস্কর্য ধ্বংস করার চেষ্টা করছে। রাজাকারদের বাংলার মাটিতে কোনো ঠাঁই নেই। আমাদের এ সংগ্রামে জিততেই হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় ঘাতক দালাল নির্মুল কমিটি এবং পেশাজীবী সমন্বয় পরিষদসহ ১৪ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন