মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

সাতকানিয়ায় জামায়াতের আমিরসহ আটক ২

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাসুদ হেলালিসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া অপরজন হল, শিবির ক্যাডার মো.শহীদ।

মঙ্গলবার রাত ৮টার দিকে মাসুদ হেলালিকে নলুয়া এবং শহীদকে দেওদিঘী এলাকা থেকে আটক করে পুলিশ।


সাতকানিয়া থানার ওসি মো.ইসমাইল জানান, গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর সাতকানিয়ায় জামায়াত-শিবির যে তান্ডব চালিয়েছিল সেই ঘটনার নেতৃত্বদাতাদের মধ্যে নলুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাসুদ হেলালি অন্যতম।

এছাড়া তান্ডবের সময় সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের দেওদিঘী এলাকা থেকে এসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করেছিল শহীদসহ বেশ কয়েকজন শিবির ক্যাডার।

এসব ঘটনায় মাসুদ হেলালি ও শহীদের বিরুদ্ধে তিনটি মামলা আছে বলেও জানান ওসি মো.ইসমাইল।

এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের বুধবার আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন ওসি।

গত ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর সাতকানিয়া, লোহাগাড়া উপজেলা এবং পাশের উপজেলা বাঁশখালীতে ব্যাপক সহিংস তান্ডব চালায় জামায়াত-শিবির। তান্ডবে পাঁচজন নিহত এবং পুলিশসহ বহু লোক আহত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন