শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

লংমার্চ হেফাজতের, সফলের আহ্বান জামায়াতের!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: শনিবারে আহুত হেফাজতে ইসলামের লংমার্চ সফল করতে ফের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

শুধু তাই নয়, এতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতিও আহ্বান জানায় দলটি।

শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘‘নাস্তিক ব্লগার ও ইসলামের অবমাননাকারীদের গ্রেফতার এবং শাস্তি প্রদানসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ঘোষিত শনিবার ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।’’

তিনি বলেন, ‘‘হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। তাদের কর্মসূচিতে সরকার পরিকল্পতিভাবে বানচাল করতে মরিয়া হয়ে পড়েছে।’’

বিবৃতিতে দাবি করা হয় ‘‘এ কর্মসূচি বানচালের জন্য সরকার নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত। লংমার্চ বানচাল করার জন্য সরকার তার মদদপুষ্ট আজ্ঞাবহ, গৃহপালিত কয়েকটি বামপন্থি পকেট সংগঠন দিয়ে হরতাল আহ্বান করিয়েছে এবং শাহবাগী নাস্তিকদের দিয়ে অবরোধ কর্মসূচি ঘোষণা করিয়েছে। ছুটির দিনে তাদের হরতাল আহ্বান একটি নজিরবিহীন ঘটনা। লংমার্চ বানচাল করার জন্য সরকার সড়কপথ, রেলপথ ও নৌপথে যান চলাচল বন্ধ করে দিয়েছে। বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে আগত আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষদের গ্রেফতার এবং হয়রানি করছে সরকার।’’

জামায়াত নেতা আরও বলেন, ‘‘সকল ষড়যন্ত্র, চক্রান্ত বন্ধ করে আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন