শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

হেফাজতের লংমার্চ বিএনপি-জামায়াতের মদদে : সুরঞ্জিত

গণজাগরণ সংবাদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত অভিযোগ করে বলেছেন, 'হেফাজতে ইসলামের লংমার্চে প্রত্যক্ষভাবে বিএনপি-জামায়াতের মদদ রয়েছে। বিরোধী দল ধর্মকে রাজনীতিতে টেনে এনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।' অন্যদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ঘোষণা দিয়ে বলেছেন, 'লংমার্চে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ক্ষমতাসীন দলও মাঠে থাকবে।'

গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণসভা ও হেফাজতে ইসলামের সংগঠনের আড়ালে বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ড বিষয়ক এক আলোচনা সভায় ক্ষমতাসীন দলের দুই নেতা এসব কথা বলেন।
আগামী নির্বাচন ও যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াত চক্র লংমার্চের নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে সুরঞ্জিত বলেন, 'বিএনপিকে বুঝতে হবে জঙ্গিবাদকে লেলিয়ে দিয়ে ও সন্ত্রাসকে উসকিয়ে গণতন্ত্র রক্ষা করা যায় না।'
লংমার্চে কোনো অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর হাতে তা দমন করা হবে জানিয়ে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 'আগামীকালের (আজকের) কর্মসূচিতে তারা অরাজক অবস্থা সৃষ্টি করবে বলে আমাদের কাছে তথ্য আছে। স্পষ্ট বলতে চাই, আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।' তবে শান্তিপূর্ণভাবে লংমার্চ করলে সরকার তাতে কোনো ধরনের বাধা দেবে না বলে জানান আইন প্রতিমন্ত্রী। নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন