মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

বাংলাদেশে গোলমালে পাকিস্তানের প্ররোচনা

কলকাতায় সুরঞ্জিত
কলকাতা: ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বাংলাদেশে গোলমালে প্ররোচনা দিচ্ছে পাকিস্তান।

সোমবার কলকাতা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন সরকারের মন্ত্রিসভার সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।


জাতীয় সমাজতান্ত্রিক দলের এমপি মইনুদ্দিন খান বাদলকে পাশে নিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে বাংলাদেশে যত গোলমাল হছে, তার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। কিছু ধর্মীয় সংগঠন রয়েছে যাদের মাধ্যমে এটা করা হচ্হে। কাদের মোল্লার শাস্তি ঘোষণার পর এটা শুরু হয়েছে।”

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “তারা চায় না যুদ্ধাপরাধীদের শাস্তি হোক। কিন্তু আমরা এ বিষয়ে বদ্ধপরিকর। মুক্তিযুদ্ধে বাংলাদেশে বহু প্রাণহানি হয়েছে। বহু মানুষ স্বজন হারা হয়েছেন। তাদের জন্যই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। এটা আমাদের অঙ্গীকার।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন