রবিবার, ১৭ মার্চ, ২০১৩

ব্যাপক শোডাউনের প্রস্তুতি আওয়ামী লীগের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: সোমবার রাজধানীতে জনসভার মাধ্যমে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাদদেশে এ জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুদ্ধাপরাধীদের বিচার ও এ বিচারের রায়কে কেন্দ্র করে সম্প্রতি দেশব্যাপী জামায়াত-শিবিরের সহিংস তৎপরতা ও প্রধান বিরোধী দল বিএনপি জামায়াত-শিবিরের পক্ষে অবস্থান নেওয়ায় সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে এ জনসভার কর্মসুচি নেওয়ায় হয়েছে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

বিএনপি-জামায়াতের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবেলা ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে সহিংস তৎপরতা প্রতিরোধে গণজাগরণ তৈরির অংশ হিসেবেই এই জনসভার কর্মসূচি নেওয়া হয়েছে বলে তারা আরও জানান।

তাছাড়া চলমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা ও নিজেদের রাজনৈতিক শক্তি তুলে ধরার লক্ষেই এ জনসভায় ব্যাপক জনসমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ জনসভাকে সফল করতে ইতোমধ্যেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনসভাকে কেন্দ্র করে ঢাকার দলীয় সংসদ সদস্য ও পার্শবর্তী জেলাগুলোর নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

জনসভায় ব্যাপক জমায়েত নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনও নিজেরা আলাদা আলাদাভাবে প্রস্তুতি সভা করেছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সার্বক্ষণিক ও সর্বাত্মক তত্ত্বাবধানে জনসভার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবারের এ জনসভা সাম্প্রতিক সময়ের বৃহত্তম জনসমাবেবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগ নেতারা জানান।

জনসভাস্থল ও আশপাশের এলাকা ও সড়কে জুড়ে প্রায় সাতশ মাইক লাগানো হবে বলে জানা গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে সোমবার ১৮ মার্চ  ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের জনসভাকে সর্বাত্মকভাবে সফল করতে ঢাকা মহানগরের সব শাখা সংগঠনসমূহ, জাতীয় সংসদ সদস্য, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণকে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন