সোমবার, ১৮ মার্চ, ২০১৩

ম্যানচেস্টারে প্রজন্ম চত্বরের ঢেউ

ফারুক যোশী
সারা বিশ্বের বাঙালি হৃদয়েই যেন শাহবাগের প্রজন্ম চত্বরের ঢেউ লেগেছে। তাইতো দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এ আন্দোলন। যেখানে বাঙালি আছে, সেখানেই সংগঠিত হচ্ছে মানুষ। সংহতি প্রকাশ চলছে পৃথিবীর অনেক জায়গায়।
এভাবেই ব্রিটেনের ম্যানচেস্টারেও এক বিরাট জনসমাগমের আয়োজন করা হয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ম্যানচেস্টারের বাংলাদেশ হাউসে রোববার জমায়েত হয় কয়েকশ’ মানুষ। কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত অপরাধীদের ফাঁসির দাবি নিয়ে এখানে একত্রিত হন নানা শ্রেণি-পেশার মানুষ। শিশু-যুবক-বৃদ্ধ,নতুন প্রজন্মের কিশোর-তরুণ-তরুণী, গৃহিণী-চাকরিজীবী নারীদের অংশগ্রহণে এ জমায়েত ম্যানচেস্টারের পরিবেশে এক ভিন্নতা নিয়ে আসে। 
‘ফাঁসি চাই’ কিংবা ‘তুই রাজাকার’ স্লোগানে সারা বাংলাদেশ হাউস এসময় প্রকম্পিত ছিলো। দুপুর বারোটা থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবিরাম চলে ঢোল-হারমোনিয়াম-তবলা নিয়ে গণসংগীত ও দেশাত্ববোধক গান। ফাঁকে ফাঁকে চলে ছোট বক্তৃতা।
 
আয়োজক সাংবাদিক-কলামিস্ট ফারুক যোশী, সংস্কৃতি ও রাজনৈতিক কর্মী অ্যাডভোকেট গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল ও ম্যানচেস্টার হাইকমিশনের কনস্যুলার ওয়াহিদুর রহমান টিপুর উদ্বোধনী আলোচনা শেষে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এ জমায়েত। এরপর একে একে চলতে থাকে কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত।
 
অনামিকা শিল্পী গোষ্ঠীর  শিল্পীরা এতে গণসংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে এলসিবি ম্যানচেস্টার, তালতরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরাও অংশ নেয়। এতে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট অভিনয় শিল্পী অপু চৌধুরী, মাসুদুল হক বাবলা, গণি চৌধুরী প্রমুখ।
 
ফাঁকে ফাঁকে আলোচনায় অংশ নেন তাসাদ্দুক হোসেন বাহার, সৈয়দ মাহমুদুর রহমান, ডাঃ নজরুল ইসলাম, মরিয়ম নজরুল ইসলাম, নাহিদ নাওয়াজেস, নাজমা ইয়াসমিন, লাভলি ইয়াসমিন,সাজ্জাদ খান, গোলাম মোস্তফা চৌধুরী, শাহ আব্দুল মুনিম, ডিএন কোরেশী, সৈয়দ সাদেক, গৌছুল ইমাম চৌধুরী, ছুরাবুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।
 
এছাড়া গণসংগীতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতী রহমান দোলা, ফেরদৌসী হক লিপি, মীর আবুল কাসেম বাদলের সঙ্গে সাংবাদিক মিজানুর রহমান মিজান, নাসির খান সোয়েব, জাভেদ ইকবাল, জুয়েল চৌধুরী, সেকুল, সোহেল,ওয়েছ, শফিক, রুদ্রসহ  বিভিন্ন শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠানে আলোচনা থেকে গণসংগীত ও ঘৃণায় উচ্চারিত স্লোগানই মানুষকে  বেশি উজ্জীবিত করে তোলে।
 
অনুষ্ঠানে ম্যানচেস্টার সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলার লুৎফুর রহমান এ আন্দোলনে তার একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন