শুক্রবার, ১০ মে, ২০১৩

গণজাগরণ মঞ্চ দলীয়করণের নিন্দা ও প্রতিবাদ

শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার কর্তৃক গাজীপুরের গণজাগরণ মঞ্চ সিপিবি’র অনুকুলে তুলে দেয়ার চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চ, গাজীপুর।
গণজাগরণ মঞ্চ, গাজীপুরের উদ্যোক্তা ও সমন্বয়ক জুলীয়াস চৌধুরী আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এক বিবৃতিতে বলেন, শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চ, গাজীপুরের প্রকৃত উদ্যোক্তা ও কর্মীদের না জানিয়ে জোর করে সিপিবি’র নেতা-কর্মীদের নিয়ে সমাবেশের নাটক করেন।

জুলীয়াস চৌধুরী বলেন, গণগাজরণ মঞ্চ দলীয়করণ দেশবাসী মেনে নিবে না। তিনি শাহবাগ গণগাজরণ মঞ্চকে নিরপেক্ষ থাকার এবং অন্যান্য গণজাগরণ মঞ্চের ব্যাপরে দলীয়করণ ও হস্তক্ষেপ না করার জন্য ফের অনুরোধ জানান।

পূববর্তী সংবাদ
শাহবাগ গণজাগরণ মঞ্চের সঙ্গে যোগসাজস করে গাজীপুরের গণজাগরণ মঞ্চ দলীয়করণ ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে বাংলাদেশের কমিউনিস্ট পাটির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও মঞ্চের সদস্য অ্যাড. আসাদুল্লাহ বাদলকে এবং গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও মঞ্চের সদস্য এম.এ ফরিদকে গণজাগরণ মঞ্চ, গাজীপুর থেকে বহিষ্কার করা হয়েছে।
বিস্তারিতঃ http://gonojagoron-bd.blogspot.com/2013/05/blog-post_9394.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন