শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

তিন জামায়াত নেতাকে গ্রেপ্তারের অগ্রগতি জানানোর নির্দেশ

প্রথমআলো, বিশেষ প্রতিনিধি | তারিখ: ২২-০৩-২০১৩
জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে ১০ এপ্রিলের মধ্যে জানাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ নির্দেশ দেন।

জামায়াতের এ তিন নেতা হলেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন। এঁদের মধ্যে সেলিম উদ্দিনকে ৭ মার্চ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী, ১০ মার্চ তাঁকে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাঁকে জামিন দেন।
ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের বিষয়ে সেলিম উদ্দিন গতকাল আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য ট্রাইব্যুনালে জমা দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন