বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

সাতক্ষীরায় গণজাগরণ মঞ্চের প্রতিনিধি সম্মেলন- রাজাকারমুক্ত দেশ গড়ার শপথ

সাতক্ষীরা ॥ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় রাজামুক্ত দেশ গড়ার দৃপ্ত শপথ উচ্চারণের মধ্য দিয়ে সাতক্ষীরায় গণজাগরণ মঞ্চের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চের সাতক্ষীরা আহ্বায়ক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পা দত্ত বসুসহ ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি মঞ্জুর রহমান, ছাত্র ইউনিয়নের সভাপতি কামরুস সালাম, জেএসডি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জাহাঙ্গীর, ছাত্র সমিতির আহ্বায়ক জাহিদুর রহমান খান, ছাত্রমৈত্রীর ইসতিয়াক আহমেদ লিমনসহ অনলাইন একটিভিস্ট মাহমুদুল হক মুন্সি, বাধন, ইয়াসিন হাসান হিমেল, পিকলু চৌধুরী, মিজানুর রহমান ও মোরসালিন মিজান।
প্রতিনিধি সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ এলাকায় গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা তাদের আন্দেলনে প্রতিবন্ধকতাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি আগামী দিনে শাহবাগের গণজাগরণ মঞ্চের প্রতিটি কর্মসূচী সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধিরা যুদ্ধারাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন