মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

শাহবাগে গাড়ি ভাঙচুর ককটেল বিস্ফোরণ

ঢাকা: রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে ৪/৫টি গাড়ি ভাঙচুর ও ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার কর্মীরা।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পরিবাগ এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের হয়ে আজিজ মার্কেটের সামনে এ ঘটনা ঘটায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ঢাবি ছাত্রদলের সভাপতি মহিদুল আলম হিরুর নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। এসময় ৪/৫টি গাড়ি ভাঙচুর করে এবং ৫/৬টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ আসার আগেই পালিয়ে যায় তারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দেওয়া মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, হত্যা, গুম বন্ধ ও সব ক্ষেত্রে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট  ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন