মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

মহিলা দলের তিন কর্মীর তিন মাস করে কারাদণ্ড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
খিলগাঁও থেকে:  বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে আটক মহিলা দলের তিন কর্মীকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খিঁলগাও থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্তরা হলেন- দিলারা ইসলাম পলি, নিলুফা ইয়াসমিন নিলু ও মিলি জাকারিয়া।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার বাংলানিউজকে বলেন, “সকালের দিকে হরতালের সমর্থনে মহিলা দলের নেতাকর্মীরা থানা এলাকার তালতলায় বিক্ষোভ মিছিলের নামে গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের তিনজনকে আটক করে।”

তিনি জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারক তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দেওয়া মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, হত্যা, গুম বন্ধ ও সব ক্ষেত্রে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট  ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন