মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

হেফাজতের বিপক্ষে গার্মেন্টস শ্রমিক মহাসমাবেশ ২৭ এপ্রিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: হেফাজতে ইসলামের ১৩ দফায় নারীনীতি বাতিলের দাবির প্রতিবাদে আগামী ২৭ এপ্রিল মহাসমাবেশের ডাক দিয়েছে গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলন।

গত ১৩ এপ্রিল গার্মেন্টস শিল্পে আন্দোলনরত শ্রমিকদের এক যৌথ সভায় গঠিত সংগঠন ‘গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক শ্রমিক নেতা জেড এম কামরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আবুল হোসেন, বদরুদ্দোজা নিজাম, লিমা ফেরদৌস, শামীমা নাসরিন, জাহানারা বেগম, সিরাজুল ইসলাম রনি, লাভলী ইয়াসমীন, নাজমা আক্তার, এম দেলোয়ার, কাজী রহিমা আক্তার সাথী, নুরুল ইসলাম, মাইনুদ্দিন মণ্ডল, আলমগীর রনি, শামীমা শিরিন প্রমুখ।

বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকের জীবন-জীবিকা ও গার্মেন্টস শিল্প তথা জাতীয় অর্থনীতি ধ্বংসের কার্যক্রম বন্ধ, মৌলবাদ-জঙ্গিবাদ তথা ধর্মের নামে রাজনীতি বন্ধ করা, নারী সাংবাদিকদের ওপর হামলা, নারী-নীতি ও শিক্ষা-নীতি বাতিলের অযৌক্তিক দাবি প্রত্যাহার তথা নারীদের ঘরে বন্দি করার সব ষড়যন্ত্র প্রতিহত করার দাবিতে আগামী ২৭ এপ্রিল দুপুর ২টায় মতিঝিল শাপলা চত্বরে গার্মেন্টস শ্রমিক মহাসমাবেশে অনুষ্ঠিত হবে।

সভায় বলা হয়, ঘন ঘন হরতালের কারণে গার্মেন্টস শিল্প ব্যাপক ক্ষতির সম্মুখীন। এ সংকটের কারণে অসংখ্য গার্মেন্টস কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এতে গার্মেন্টস শ্রমিকদের জীবন-জীবিকা এক গভীর সংকটে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

সম্প্রতি, দেশি-বিদেশি অর্থে হেফাজতে ইসলাম নামে ধর্ম ব্যবসায়ীদের ঢাকার রাজপথে শক্তি প্রদর্শনের মাধ্যমে তালেবানি কায়দায় নারীর প্রতি যে সহিংস বক্তব্য প্রদান ও যেভাবে প্রকাশ্যে নারী সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে, তাতে নারীর কর্মময় জীবন গভীর সংকটে পড়তে যাচ্ছে বলেও সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, এ অবস্থায় শ্রমজীবী নারীসমাজের মধ্যে তীব্র অনিরাপত্তাবোধ ও ক্ষোভ দানা বাঁধছে। হেফাজতে ইসলাম যদি তাদের বক্তব্য থেকে ফিরে না আসে, তাহলে ৪০ লক্ষাধিক গার্মেন্টস শ্রমিক তাদের জীবনের নিরাপত্তা ও রুটিরুজির নিশ্চয়তার স্বার্থে হেফাজতে ইসলামের বিরুদ্ধে আন্দোলনে যেতে বাধ্য হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন