মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

জনমতের মাধ্যমে জামায়াতকে নিষিদ্ধের পক্ষে সরকার

জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চায় না সরকার। এ বিষয়ে জনমত গড়ে তুলে প্রচলিত আইন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই জামায়াতকে নিষিদ্ধের পক্ষে তারা। এ কারণেই দেশের বিভিন্ন মহল থেকে জামায়াতকে নিষিদ্ধ করার জোরালো দাবি উঠলেও এখনো কোনো তৎপরতা নেই সরকারের পক্ষ থেকে। আওয়ামী লীগ ও শরিক দলের নেতারা এমনটাই জানিয়েছেন সময় সংবাদকে। তাহসিনা জেসির প্রতিবেদন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসির আদেশের পর জামায়াত শিবির কর্মীদের দেশজুড়ে তাণ্ডব, জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ভেঙে দেয়া, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মত আইন বিরোধী সন্ত্রাসী তৎপরতার কারণে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি ওঠে দেশের বিভিন্ন মহল থেকে। এমনকি প্রধানমন্ত্রীসহ সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যেও জামায়াতকে নিষিদ্ধ করার উদ্যোগ নেয়ার আভাস পাওয়া যায়।
আওয়ামী লীগ ও এর সমমনা দলগুলো মনে করছে, সাম্প্রতিক সময়ে জামায়াত বিরোধী যে মনোভাব গড়ে উঠেছে তা বিবেচনায় নিয়ে এই যুদ্ধাপরাধের দলটিকে নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া যায়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, 'মানুষ যেভাবে সোচ্চার হচ্ছে তাতে আজ হোক, কাল হোক জামায়াত নিষিদ্ধ হবে।'
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, 'বর্তমানে যে জনমত তৈরি হয়েছে, তা জামায়াতকে নিষিদ্ধ করার জন্য যথেষ্ট।'
এদিকে, গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে তাদের ৬ দফা দাবির অন্যতম জামায়াতকে ২৬ মার্চের মধ্যে নিষিদ্ধ করার বিষয়ে আল্টিমেটাম দেয়া হলেও তা পাশ কাটিয়ে গেছে সরকার। তাদের মতে এবিষয়ে উচ্চ আদালতে রিট মামলা বিচারাধীন থাকায় এখনি কোনো পদক্ষেপ নেয়া সম্ভব নয়।
মোহাম্মদ নাসিম বলেন, 'জামায়াতকে নিষিদ্ধ করার একটি মামলা আছে হাইকোর্টে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রশাসনই এর সিদ্ধান্ত নিতে পারে না।'
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, 'রাজনৈতিক দল হিসেবে জামায়াত অভিযুক্ত। তাই তাদের নিষিদ্ধ হওয়া জরুরি। তাই আমরা চাই তারা নিষিদ্ধ হোক।'
তারা আরো জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামিকে নিষিদ্ধ করার মামলা দায়েরের বিষয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের নেতৃত্বে একটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।
Source: http://www.somoynews.tv/details.php?id=10418

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন