মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

সাতক্ষীরায় শিবির ক্যাডার গ্রেফতার

সাতক্ষীরা: হরতাল চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে যৌথবাহিনীর উপর হামলা, সরকারি গাছ কেটে সড়ক অবরোধ ও পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় শিবির ক্যাডার মামুন বিল্লাহকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টায় তাকে জেলার কালীগঞ্জ উপজেলার নলতা বাজার থেকে গ্রেফতার করা হয়।

মামুন বিল্লাহ উপজেলার ইন্দ্রনগর গ্রামের জামায়াত নেতা মওলানা আকবর হোসাইনের ছেলে।


কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, মামুন বিল্লাহর বিরুদ্ধে এর আগের হরতালে পুলিশের উপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে।

উল্লেখ্য, জামায়াত নেতা সাঈদীর ফাঁসির রায় পরবর্তী একাধিক হরতালের সময় স্থানীয় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে পিকেটিংকালে যৌথ বাহিনীর উপর হামলা, গাড়ি ভাঙচুর এবং রাস্তার গাছ কেটে সড়ক অবরোধ করার ঘটনায় মাসুম বিল্লাহর বিরুদ্ধে ‍একাধিক মামলা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন