শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

মুক্তিযুদ্ধের প্রতীক অপরাজেয় বাংলা ভাঙ্গতে চায় হেফাজত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতীক অপরাজেয় বাংলাসহ দেশের সব ভাস্কর্য ভেঙ্গে ফেলতে চায় হেফাজতে ইসলাম। এ সংক্রান্ত ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম বলেছে, নারীনীতি, শিক্ষানীতি বাতিলসহ শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের একসাথে চলাফেরা নিষিদ্ধ করতে হবে। তাদের এ দাবিগুলোকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছেন দেশের ইসলাম গবেষকরা।


২০০৯ সালে নতুন নারী নীতি প্রণয়নের সময় এর বিরদ্ধে আন্দোলন করে প্রথম নজরে আসে হেফাজতে ইসলাম। পরের বছর পাস হওয়া শিক্ষানীতির প্রতি দেশের শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা সমর্থন জানালেও এর বিরুদ্ধে আবারো আন্দোলনে নামে হেফাজত। আর এ বছরের ফেব্রুারিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের টানা আন্দোলন শুরু হলে এর সাথে সংশ্লিষ্টদের নাস্তিক আখ্যা দিয়ে এর বিরুদ্ধেও আন্দোলন শুরু করে তারা।
সূত্র : ইনডিপেন্ডেন্ট টিভি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন