শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

মসজিদ ময়দানে হেফাজতকে সমাবেশের অনুমতি না দেওয়ার দাবি

চট্টগ্রাম: হেফাজতে ইসলামকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ভবিষ্যতে আর কখনও জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ ও তার আশপাশে হেফাজতকে সমাবেশের অনুমতি না দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামা’‌আত, বাংলাদেশ।


শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংগঠনটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাতের সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার।

শুক্রবার জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব জালালুদ্দিন আল কাদেরীর ওপর হামলা ও হাটহাজারীতে হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন,‘জুমা বারে সরকার জমিয়াতুল ফালাহ মসজিদে রাজনৈতিক সমাবেশ করার অনুমতি দিয়েছে, তাহলে খতিব সাহেবের নিরাপত্তার বিষয়টিকে অবহেলা করলো কেন? কেন তাকে সেখানে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয়।’

তিনি বলেন,‘ভবিষ্যতে জমিয়াতুল ফালাহ মসজিদের আশপাশে জঙ্গীবাদী ওহাবী তথা হেফাজতের কোন ধরনের কর্মসূচির অনুমতি না দিতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।’

তারা এই মসজিদ দখলে নেওয়ার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন,‘মসজিদ আল্লাহর ঘর, এটাকে অসম্মান মানে আল্লাহকে অসম্মান করা। ইসলাম ও আল্লাহর ঘরকে অবমাননাকারী হেফাজতে ইসলাম বারবার এ মসজিদে জঘন্যভাবে ঝাপিয়ে পড়ছে।’

আহলে সুন্নাতের সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন,‘ জুমার বক্তব্য ও খুৎবায় কোন অজুহাত তৈরি করতে না পেরে দোয়া শেষে বের হওয়ার পথে খতিব আল্লামা জালালুদ্দিন আল কাদেরীর ওপর তারা হামলা করে। কয়েকজন মুসুল্লী প্রাণপনে চেষ্টায় রক্ষা পান তিনি। কিন্তু সেখানে তাকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকতে হয়।’

ইসলামের নামে মসজিদ মন্দির ও গির্জায় হামলাকারীদের তদন্ত করে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান আহলে সুন্নাতের নেতারা।

মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন,‘যারা মসজিদ-মাজার, মন্দির, গির্জায় হামলা করে তাদের ধর্ম অবমাননাকারী হিসেবে বিবেচনা করে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের দাবি জানাচ্ছি সরকারের কাছে।’

সংবাদ সম্মেলনে জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আল্লামা জালালুদ্দিন আল কাদেরী হামলার ঘটনার বিবরণ তুলে ধরেন।

তিনি বলেন, ‘হেফাজত সমাবেশের অনুমতি নিয়েছে। কিন্তু হামলা চালিয়ে ইবাদত বন্দেগীর জায়গাকে যেভাবে অপবিত্র করেছে, ইসলামে এর অনুমতি নেই।`
সংবাদ সম্মেলনে ঢাকার সাভারে ভবন ধসে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করেন আল্লামা জালালুদ্দিন আল কাদেরী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, মুফতি ইদ্রিস রেজভী, মুফতি সৈয়দ অছিয়র রহমান, শায়খুল হাদিস আবদুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, আল্লামা সোলায়মান আনছারী, আল্লামা এম এ মতিন এবং পেয়ার মুহাম্মদ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন