মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

৪ ব্লগারের মামলার শুনানি ১২ মে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গ্রেপ্তার চার ব্লগারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে করা দুই মামলা আমলে নেয়ার শুনানির জন্য আগামী ১২ মে দিন ঠিক করেছে আদালত।

মঙ্গলবার বিকালে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই দিন ধার্য করেন বলে জানিয়েছেন আদালতের দায়রা সহকারী (সেরেস্তাদার) নূর আলম।

নূর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেদিন শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করা যাবে কি না, সে সিদ্ধান্ত জানাবেন বিচারক।


তিনি বলেন, চার ব্লগারদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা দুটি মুখ্য মহানগর হাকিম আদালত থেকে তাদের আদালতে পাঠানো হয়।

ইন্টারনেটে লেখালেখিতে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত হানার অভিযোগে এ মাসের শুরুর দিকে সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও আসিফ মহীউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দেয় পুলিশ। সেদিন চার ব্লগারের জামিন আবেদন নাকচ করেন মহানগর হাকিম।

গণজাগরণ আন্দোলনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের দাবির পর ব্লগারদের গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে অনলাইন অ্যাক্টিভিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন