রবিবার, ১৭ মার্চ, ২০১৩

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নির্মূলে শপথ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
যশোর: যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন যশোরের গণজাগরণ মঞ্চের কর্মীরা।

শনিবার সন্ধ্যায় শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে গণজাগরণ মঞ্চের উদ্যোগে সমাবেশের আগে এ শপথ বাক্য পাঠ করেন সবাই।
শপথ বাক্য পাঠ করান ‘যশোরের গণজাগরণ মঞ্চের’ আহ্বায়ক ও জেলা গণফোরাম সভাপতি কাজী আব্দুস শহীদ লাল। একইসঙ্গে ৭১’র শহীদ ও শাহবাগের আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের সঙ্গে সংহতি প্রকাশ করে ৭ ফেব্রুয়ারি থেকে টানা ৩৮ দিন আন্দোলন চলছে যশোরে। শহরের চিত্রামোড়ে শুরু হওয়া এ আন্দোলন এখন শহর ও শহরতলীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে গণজাগরণ মঞ্চের উদ্যোগে পালবাড়ি মুক্তিযুদ্ধের ভাস্কর্য মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ‘যশোরের গণজাগরণ মঞ্চের’ আহ্বা্য়ক কাজী আব্দুস শহীদ লাল। বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্র্টির পলিট ব্যুারো সদস্য ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহ্বায়ক ও  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এএইচ এম মুযহারুল ইসলাম মন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুণ-অর-রশিদ, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আমিরুল ইসলাম রন্টু, সিপিবির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বাসদের জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, বিবর্তনের সভাপতি সানোয়ার আলম খান দুলু, তির্যকের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শ্রাবণী সুর, শেকড়ের সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, বর্তমান সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নাছরিন সুলতানা প্রমুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন