প্রথম আলো, নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৪-০৩-২০১৩
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে
হাইকোর্টে করা রিটের শুনানিতে আইনজীবী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, রিটের পরিপ্রেক্ষিতে বিচারাধীন রুলের জবাব দেওয়ার জন্য আগামী ৯ এপ্রিলের মধ্যে দুই আইনজীবীকে নিয়োগ দেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, রিটের পরিপ্রেক্ষিতে বিচারাধীন রুলের জবাব দেওয়ার জন্য আগামী ৯ এপ্রিলের মধ্যে দুই আইনজীবীকে নিয়োগ দেওয়া হবে।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানান, শাহদীন মালিক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে ইসির পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
২০০৯ সালে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন