প্রথম আলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা | তারিখ: ২৪-০৩-২০১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকাগুলোর ছাত্রাবাসে শিবিরের কোনো কর্মীকে
আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিনোদপুরের বৃহত্তর মেস
মালিক সমিতি। গত শুক্রবার প্রথম আলোয় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ঘিরে সংগঠিত
হচ্ছে শিবির’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ওই দিন সন্ধ্যায় মেস মালিক
সমিতি জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়।
১৫০টি মেসের মালিকদের নিয়ে গঠিত এই সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘সাধারণ ছাত্রদের সঙ্গে মিশে শিবিরের ক্যাডাররা নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে তা মেস মালিক সমিতি কখনোই মেনে নেবে না। তাদের যেখানে সন্ধান পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।’ প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখিত ছাত্রাবাসগুলোতে তদন্ত করার আশ্বাস দিয়ে তিনি দাবি করেন, অন্য ছাত্রাবাসে শিবির থাকলেও সাহাবুদ্দীন ম্যানশন ও ক্ষণিকা ছাত্রাবাসে অবস্থানরত ছাত্ররা কোনো দলীয় কর্মকাণ্ডে জড়িত নন। তবে কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন