শনিবার, ১৬ মার্চ, ২০১৩

আগরতলা বইমেলা থেকে গণজাগরণ চত্বরের প্রতি সংহতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আগরতলা (ত্রিপুরা): ৩১তম আগরতলা বইমেলা থেকে বাংলাদেশের শাহবাগের গণজাগরণ চত্বরের প্রতি সংহতি জানানো হবে।

তথ্য সংস্কৃতি মন্ত্রী ভানু লাল সাহা জানিয়েছেন, রোববার বিকেল থেকে শুরু হবে এ বইমেলা। রোববার বিকেলে ৩১ তম এ বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ভানু লাল সাহা আরও জানিয়েছেন, বইমেলা প্রাঙ্গণ থেকে ২২ মার্চ সংহতি জানানো হবে বাংলাদেশের শাহবাগ আন্দোলনের প্রতি।

বইমেলা মঞ্চে অনুষ্ঠিতব্য ‘মৌলবাদের বিরুদ্ধে নব প্রজন্ম’ শীর্ষক আলোচনা সভায় এ সংহতি জানানো হবে।

প্রতি দিন দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা চলবে।

এছাড়া মেলার প্রতিদিন থাকছে বিভিন্ন বিষয়ে আলোচনা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারও একটি দিন উ‍ৎসর্গ থাকবে বাংলাদেশের নামে।

তাছাড়া বাংলাদেশের প্রকাশক, লেখকরাও মেলায় অংশ নেবেন বলে জানা গেছে। সব মিলিয়ে প্রায় দেড়শ স্টল থাকবে এবারের বইমেলায়।

উল্লেখ্য, এবার রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে পিছিয়ে গেছে জ্ঞানের উ‍ৎসব বইমেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন