বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গোপালগঞ্জ: বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.)মুহাম্মদ ফারুক খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ধর্ম ব্যবসায়ীরা এদেশের মানুষের কাছে পরাজিত হয়েছিল। এবারও জনগণ জেগেছে, তাই ধর্ম ব্যবসায়ীদের পরাজয় নিশ্চিত।
তিনি বলেন, “শাহবাগসহ সারা দেশে গণ-জাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল হবেই।”
গোপালগঞ্জ: বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.)মুহাম্মদ ফারুক খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ধর্ম ব্যবসায়ীরা এদেশের মানুষের কাছে পরাজিত হয়েছিল। এবারও জনগণ জেগেছে, তাই ধর্ম ব্যবসায়ীদের পরাজয় নিশ্চিত।
তিনি বলেন, “শাহবাগসহ সারা দেশে গণ-জাগরণ মঞ্চ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে তা সফল হবেই।”
শনিবার দুপুর ২টার দিকে মন্ত্রী তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা অডিটরিয়ামে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “এখন ঘরে বসে থাকার সময় নয়। জাতির পিতা ১৯৭১ সালের ৭ মার্চ দেশকে শত্রুমুক্ত করার জন্য পাড়া-মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। এখন আমাদেরও তাই করতে হবে। স্বাধীনতা বিরোধীদের সর্বত্র প্রতিরোধ করা ছাড়া কোনো বিকল্প নেই।”
দেশের প্রবৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, “যখন দেশের প্রবৃদ্ধি উর্ধ্বমুখি, দেশ যখন বিশ্ব দরবারে সর্বক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন বিরোধী দল পরিকল্পিতভাবে সারা দেশে নৈরাজ্য চালাচ্ছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। বাংলার হাজার বছরের ধর্মীয় সম্প্রতি নষ্টের পায়তারা চালিয়ে বহিঃবিশ্বে দেশের ভাবমূর্তি ভুলুণ্ঠিত করার চক্রান্ত চালাচ্ছে।”
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা শাহ আকরাম হোসেন জাফর, রওশন আলী মিয়া,আশরাফ আলী আসু মিয়া, রবিউল আলম সিকদার, কাজী ওহিদুজ্জামান ওহিদ প্রমুখ বক্তব্য রাখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন