শনিবার, ১৬ মার্চ, ২০১৩

লালমনিরহাটে ধর্ম প্রচারের আড়ালে বোরকা পরে জামায়াতীরা মাঠে

জনকণ্ঠ । নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ মার্চ ॥ লালমনিরহাটে ধর্ম প্রচারের নামে যুদ্ধাপরাধীদের পক্ষে মাঠে নেমেছে জামায়াত-শিবিরের প্রশিক্ষিত অন্তত ১০টি গ্রুপ। পরিকল্পিতভাবে বোরকা পরে এরা দিন-রাত ফাঁসির আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে জনমত গড়তে ব্যস্ত সময় পার করছেন। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রামের ধর্মভীরু সহজ-সরল মহিলাদের টার্গেট করে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, জামায়াতে ইসলামীর প্রভাবশালী এক নেতার নিয়ন্ত্রিত ১টি মাদ্রাসায় প্রায় ৫০ জন নারীকে ১০টি ভাগে ভাগ করে এ কাজে প্রশিক্ষণ দিয়ে মাঠে ছেড়ে দেয়া হয়েছে। এদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। দরিদ্র এই নারীদের শিশু সন্তানদের শিক্ষার দায়িত্বও তারা নিয়েছে বলে জানা গেছে। জেলার আদিতমারী উপজেলার নামুড়ী, পলাশী, মহিষখোচা, কালিগঞ্জ উপজেলার কাকিনা, চলবলা, চাপারহাট, জেলা সদরের বড়বাড়ি, বেলের ভিটা, ভাটিবাড়ি, কুলাঘাট, হাতীবান্ধার সিন্দর্না, দৈই খাওয়া, গড্ডিমারী, পারুলিয়া, হলদিবাড়ি, পাটগ্রাম উপজেলঅর বুড়িমারী, চোংড়া, জগৎ বেড় ইউনিয়নের গ্রামে এদের বিচরণ চোখে পড়ে।

মহিলাদের কম্পিউটারের ফটোশপ প্রোগ্রামের মাধ্যমে বিশেষভাবে চাঁদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদীর নুরানী চেহারার রঙিন ছবির প্রিন্টের লিফলেট বিতরণ করছে। যুদ্ধাপরাধী মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন আসামিদের দেশের প্রখ্যাত আলেম হিসেবে প্রচার করছে। সেই সঙ্গে বর্তমান সরকারকে মুসলিমবিদ্বেষী সরকার হিসেবে অপপ্রচার চালাচ্ছে।
এভাবে ইতোমধ্যে জামায়াতের স্থানীয় পর্যায়ে কয়েকজন নেতা এই কায়দায় প্রচার চালিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার ও পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এ জেলায় জামায়াত শিবির চক্র নিজেদের প্রভাব বিস্তার করতে প্রভাবশালী পরিবারের ওপর ভর করেছে। এ পরিবারের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সখ্য রয়েছে। আদিতমারী উপজেলার ১টি কলেজের প্রভাষিকা জানান, গ্রামে গ্রামে বোরকা পরিহিত মহিলারা দেলাওয়ার হোসাইন সাঈদীর চাঁদের মধ্যে ছবি নিয়ে তাঁকে ধর্মীয় নেতা হিসেবে অপপ্রচার করছে।

আদিতমারী উপজেলার স্থানীয় পত্রিকার এক সংবাদকর্মী জানান, গ্রামে গ্রামে যুদ্ধাপরাধী মামলার গ্রেফতারকৃত ও সাজাপ্রাপ্ত নেতাদের পক্ষে জনমত তৈরিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের ব্যবহার করছে। তিনি আরও জানান, জামায়াতের এক নেতার মদদপুষ্ট মাদ্রাসার নেতৃত্বে এ প্রচার চলছে।

এদিকে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেলাওয়ার হোসেন সাঈদী, নিজামী ও মুজাহিদ কয়েকবার লালমনিরহাট জেলায় সফর করেন। তাঁরা রাতে সার্কিট হাউসে রাতযাপন করেন। সার্কিট হাউসে থাকাকালে সরকারী কোন প্রটোকল ছাড়াই কয়েক ঘন্টার জন্য গাড়িতে নিজস্ব নিরাপত্তা কর্মীদের নিয়ে সীমান্তের বিভিন্ন এলাকায় শিবির ও জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ইতোমধ্যে জামায়াত শিবির এ জেলার বড়বাড়ি, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রামে পুলিশের ওপর হামলা, মুক্তিযোদ্ধা সংসদ অফিস, আওয়ামী লীগ অফিস, মন্দির ও সংখ্যালঘু পরিবারদের ওপর আক্রমন করে তাদের শক্তিশালী অবস্থান সম্পর্কে জানান দিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন