শনিবার, ৩০ মার্চ, ২০১৩

গণজাগরণ মঞ্চের আন্দোলন অহিংস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: ‘গণজাগরণ মঞ্চের অহিংস আন্দোলনকে সহিংস করার পাঁয়তারা করছে একটি গোষ্ঠী। তাদেরকে প্রতিরোধের পাশাপাশি প্রতিহত করা হবে।’
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অবস্থিত গণজাগরণ মঞ্চের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শাহবাগের গণজাগরণম মঞ্চের সঙ্গে সংহতি রেখে আগামী ৪ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শুক্রবার গণজাগরণ মঞ্চে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে শহীদ রুমীকে। এছাড়া মঞ্চে সমাবেশ, গণসঙ্গীত, দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশিত হয়। স্লোগানে স্লোগানে উপস্থিত জনতা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে গণজাগরণ মঞ্চের কার্যক্রম শুরু হয়। এরপর উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা দেশাত্মবোধক ও গণসঙ্গীত পরিবেশন করেন।
‘শহীদ রুমীর স্মরণে, ভয় করে না মরণে’, ‘আমাদের ধমনীতে শহীদের রক্ত, এ রক্ত কোনো দিন পরাজয় মানে না’, ‘জামায়াত ইসলাম, মেড ইন পাকিস্তান, মেড বাই পাকিস্তান, মেড ফর পাকিস্তান’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’, ‘ক তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার’ ইত্যাদি স্লোগান দেন আন্দোলনে অংশগ্রহণকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের অহিংস আন্দোলন এখন দ্বিতীয় ধাপে। প্রথম ধাপে গণজাগরণ, দ্বিতীয় ধাপে প্রতিহত ও প্রতিরোধ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যে অপশক্তি ও গোষ্ঠী আমাদের অহিংস আন্দোলন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে, তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’
সমাবেশে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সমাবেশে বক্তারা বলেন, ‘তার (বেগম খালেদা জিয়া) ভাষায় নষ্ট তরুণরাই বুকের রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছিলেন। আর সে স্বাধীন দেশে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এ তরুণ প্রজন্মই একটি সুন্দর, সুষ্ঠু সমাজ ও দেশ গড়তে লড়ে যাচ্ছে।’
এদিকে, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট হরতাল পালন করছে বলে অভিযোগ করেছেন বক্তারা। তারা বলেন, ‘যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য হরতাল সমর্থকরা এখন বোমা মেরে স্কুল শিক্ষার্থীদের ওপর হামলে পড়ছে। তাদের নৈরাজ্যমূলক অপরাজনীতির কারণে সাধারণ পথচারীরা আহত হচ্ছে। স্বাধীনতা বিরোধী এ গোষ্ঠীর এসব অপকর্মের জবাব জাতি একদিন দিবে।’
সমাবেশে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহবায়ক শরীফ চৌহান, উদীচী শিল্পীগোষ্ঠীর প্রেসিডিয়াম সদস্য ডা. চন্দন দাশ, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর ও আবৃত্তি সংগঠন প্রমার সভাপতি রাশেদ হাসান বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন