শনিবার, ১৬ মার্চ, ২০১৩

খালেদার নির্দেশে জাগরণ মঞ্চ বন্ধ হবে না :মতিয়া

ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শাহবাগের প্রজন্ম চত্বরে তরুণ প্রজন্মের গণজাগরণ মঞ্চ কারো নির্দেশে হয়নি। স্বাধীনতার পক্ষের শক্তির জাগ্রত এ মঞ্চ হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসি আর দেশের গৌরবগাথাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনার হুকুমে গণজাগরণ মঞ্চ বন্ধ হবে না। গণজাগরণ মঞ্চ নয়, নাটক করেন আপনি (খালেদা জিয়া)।
গতকাল শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ১৫ মার্চকে কৃষক হত্যা দিবস আখ্যা দিয়ে কৃষক লীগ এই আলোচনা সভার আয়োজন করে। মতিয়া চৌধুরী বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে আরো বলেন, আপনার স্বামী মারা যাবার পর এরশাদকে সঙ্গে নিয়ে কাঠের বাক্স দেখিয়ে নাটক আপনি করেছিলেন। আপনার ছেলেরা কেন তার মরা বাবার মুখ দেখলো না একবারও। ওই বাক্সে যে আপনার স্বামীর লাশ ছিলো তার কোনো প্রমাণ, কোনো ভিডিও ফুটেজ কি দেখাতে পারবেন?

মতিয়া চৌধুরী খালেদা জিয়ার পরিবারের সমালোচনা করে আরো বলেন, আপনার ছেলেরা মরা বাপের মুখ দেখেনি। এমনকি তাদের বাবা যেখানে খুন হয়েছে একবারের জন্যও সেখানে যায়নি। আপনি নিজে একবার গিয়েছেন ওখানে একটা জাদুঘর উদ্বোধনের সময়। গণজাগরণ মঞ্চকে নিয়ে সম্প্রতি আস্তিকতা ও নাস্তিকতার যে বিতর্ক উঠেছে সে প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, আমাদের লড়াই ইসলামের বিরুদ্ধে না। ধর্মের বিরুদ্ধে না। লড়াই রাজাকারদের বিরুদ্ধে। তিনি বলেন, ইসলাম নিয়ে খালেদা জিয়া বড় বড় কথা বলেন, অথচ আজান চলাকালেও তিনি তার বক্তব্য থামান না। গণহত্যা প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদকে খালেদা জিয়া গণহত্যা বলেন না। ১৮ জন কৃষক ও সম্প্রতি পুলিশ হত্যাকেও তিনি গণহত্যা বলেন না। কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক রেজা প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন