বুধবার, ২০ মার্চ, ২০১৩

একাত্তরের তাণ্ডবও হার মেনেছে । গাইবান্ধার ক্ষতিগ্রস্ত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমআলো | গাইবান্ধা প্রতিনিধি | তারিখ: ২০-০৩-২০১৩
জামায়াত-শিবিরের তাণ্ডবের ১৯ দিন পর গতকাল মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এ সময় তিনি বলেন, ভয়াবহ এই ঘটনা ১৯৭১ সালের নারকীয় তাণ্ডবকেও হার মানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।

মন্ত্রী প্রথমে উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, জামায়াতের কর্মীরা রেলস্টেশন পুড়িয়ে দিয়েছে, পুলিশ তদন্তকেন্দ্রে হামলা করে পুলিশকে হত্যা করেছে, রাষ্ট্রের ওপর হামলা চালিয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, নিহত পুলিশ সদস্যদের পরিবারপ্রতি দেড় লাখ টাকা করে দেওয়া হয়েছে। আরও ২০ লাখ টাকা দেওয়া হবে। নিহত পুলিশ সদস্যদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও তিনি জানান। পরে মন্ত্রী ক্ষতিগ্রস্ত বামনডাঙ্গা রেলস্টেশন পরিদর্শন করেন এবং স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বেলা সোয়া ১১টার দিকে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজের মাঠে অবতরণ করে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বী মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামছুল আলম ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন