বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা:
রাজাকারদের ফাঁসির দাবিতে ভিন্ন রকম প্রতিবাদ ‘কবিতা যুদ্ধ’ শুরু করেছেন
ব্লগাররা। শাহবাগ আন্দোলন জোরদার করতে অনলাইনে অবিরাম চলছে তাদের
কার্যক্রম। দাবি একটাই- যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’ চাই।
মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির দাবিতে ব্লগারদের ভিন্ন রকম প্রতিবাদ ‘কবিতার মাধ্যমে যুদ্ধ’ ভালো উদ্যোগ বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল।
এই কবিতা যুদ্ধ শাহবাগ আন্দোলনে কতটা শক্তিশালী ভূমিকা রাখবে জানতে চাইলে ফোনে বিস্তারিত বলতে চাননি তিনি।
ব্লগাররা যুদ্ধাপরাধীদের শাস্তি দাবির ভিন্ন রকম প্রতিবাদ ছাড়াও হরতালের আগের দিন গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনাতেও তীব্র ঘৃণা প্রকাশ করেছেন।
কবিতা যুদ্ধে অংশ নেওয়া ব্লগারদের মধ্যে হলিউডের বাঙ্গালী চিত্রগ্রাহকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ছাত্র রয়েছেন।
ফেসবুক, আমার ব্লগ, সামহোয়ারইনসহ বিভিন্ন ব্লগে তারা কবিতা যুদ্ধ শুরু করেছেন একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে।
বিএনপির ডাকা দুদিনের হরতালের আগের দিন গাড়ি পোড়ানোর ঘটনাতেও তারা কবিতা যুদ্ধ শুরু করেন রোববার রাত থেকেই।
জনমত গড়ে তুলে আন্দোলন জোরদার করে প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশপাশি যারা জামায়াত-শিবির ও তাদের কার্যক্রম সমর্থন করছে, তাদের ঘৃণা জানানো হচ্ছে কবিতার মাধ্যমে।
গত কয়েকদিন থেকে ফেসবুক, সামহোয়ার ইন ব্লগ, আমার বাংলাসহ বিভিন্ন ব্লগে তাদের কবিতা যুদ্ধ শুরু হয়। আর হরতালের আগে গাড়ি পোড়ানোর প্রতিবাদ রোববার রাত থেকে শুরু করেন তারা।
ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষক ও ব্লগার কামরুন নাহার তার কবিতা যুদ্ধে রাজাকারমুক্ত দেশগড়ার দৃপ্ত শপথের কথা তুলে ধরেন ।
গবেষক ও ব্লগার রাজিব হাসান কবিতা যুদ্ধে জানিয়েছেন ‘আমাদের সংগ্রাম চলবেই’।
হলিউডের ভিডিও চিত্রগ্রাহক বাঙালী আসিফ ইকাল কাকন কবিতা যুদ্ধের মাধ্যমে বিচারের দাবির পাশপাশি জামায়াত-শিবির ও তাদের সমর্থনকারীদের ঘৃণাভরে তিরস্কার করেছেন।
লিখেছেন-
ঝুলিয়ে সামনে ‘আস্তিক মুলা’
সেজেছে পিয়ারে খুরমাওয়ালা (ককটেল)
মানুষকে বিভ্রান্ত করা জামায়াত-শিবিরের কর্মকাণ্ডকে পরিষ্কার করতেও সহায়ক ভূমিকা রাখছেন ব্লগাররা।
মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির দাবিতে ব্লগারদের ভিন্ন রকম প্রতিবাদ ‘কবিতার মাধ্যমে যুদ্ধ’ ভালো উদ্যোগ বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল।
এই কবিতা যুদ্ধ শাহবাগ আন্দোলনে কতটা শক্তিশালী ভূমিকা রাখবে জানতে চাইলে ফোনে বিস্তারিত বলতে চাননি তিনি।
ব্লগাররা যুদ্ধাপরাধীদের শাস্তি দাবির ভিন্ন রকম প্রতিবাদ ছাড়াও হরতালের আগের দিন গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনাতেও তীব্র ঘৃণা প্রকাশ করেছেন।
কবিতা যুদ্ধে অংশ নেওয়া ব্লগারদের মধ্যে হলিউডের বাঙ্গালী চিত্রগ্রাহকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও ছাত্র রয়েছেন।
ফেসবুক, আমার ব্লগ, সামহোয়ারইনসহ বিভিন্ন ব্লগে তারা কবিতা যুদ্ধ শুরু করেছেন একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে।
বিএনপির ডাকা দুদিনের হরতালের আগের দিন গাড়ি পোড়ানোর ঘটনাতেও তারা কবিতা যুদ্ধ শুরু করেন রোববার রাত থেকেই।
জনমত গড়ে তুলে আন্দোলন জোরদার করে প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশপাশি যারা জামায়াত-শিবির ও তাদের কার্যক্রম সমর্থন করছে, তাদের ঘৃণা জানানো হচ্ছে কবিতার মাধ্যমে।
গত কয়েকদিন থেকে ফেসবুক, সামহোয়ার ইন ব্লগ, আমার বাংলাসহ বিভিন্ন ব্লগে তাদের কবিতা যুদ্ধ শুরু হয়। আর হরতালের আগে গাড়ি পোড়ানোর প্রতিবাদ রোববার রাত থেকে শুরু করেন তারা।
ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষক ও ব্লগার কামরুন নাহার তার কবিতা যুদ্ধে রাজাকারমুক্ত দেশগড়ার দৃপ্ত শপথের কথা তুলে ধরেন ।
গবেষক ও ব্লগার রাজিব হাসান কবিতা যুদ্ধে জানিয়েছেন ‘আমাদের সংগ্রাম চলবেই’।
হলিউডের ভিডিও চিত্রগ্রাহক বাঙালী আসিফ ইকাল কাকন কবিতা যুদ্ধের মাধ্যমে বিচারের দাবির পাশপাশি জামায়াত-শিবির ও তাদের সমর্থনকারীদের ঘৃণাভরে তিরস্কার করেছেন।
লিখেছেন-
ঝুলিয়ে সামনে ‘আস্তিক মুলা’
সেজেছে পিয়ারে খুরমাওয়ালা (ককটেল)
মানুষকে বিভ্রান্ত করা জামায়াত-শিবিরের কর্মকাণ্ডকে পরিষ্কার করতেও সহায়ক ভূমিকা রাখছেন ব্লগাররা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন