মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল
শনিবার সকালে বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ৪২ বছর আগেই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হলেও বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তা বন্ধ হয়ে যায়। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও রাজাকারদের ফাঁসির দাবি করে, তাদের সাম্প্রদায়িকেরা ‘মুরতাদ’ বলে আখ্যা দেয়। কিন্তু যারা একাত্তরে গণহত্যা চালিয়েছে এবং মা-বোনের ইজ্জত লুটেছে, তারা কি মুরতাদের চেয়ে বেশি কিছু নয়?
মানববন্ধনে বক্তারা বলেন, ৪২ বছর আগেই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু হলেও বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তা বন্ধ হয়ে যায়। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও রাজাকারদের ফাঁসির দাবি করে, তাদের সাম্প্রদায়িকেরা ‘মুরতাদ’ বলে আখ্যা দেয়। কিন্তু যারা একাত্তরে গণহত্যা চালিয়েছে এবং মা-বোনের ইজ্জত লুটেছে, তারা কি মুরতাদের চেয়ে বেশি কিছু নয়?
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান, আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন প্রমুখ বক্তব্য দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন