'শাহবাগের পাশে আমরাও - একটি ফেসবুক কমিউনিটি' ||
কোলকাতা প্রেস ক্লাব, কোলকাতা,
আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের শাস্তি ও বাঙ্গালীর জাতিসত্তা রক্ষার দাবীতে গণ-আন্দোলন দমনে সেখানকার জামাত- রাজাকার - বিএনপি র মিলিত অশুভ মৌলবাদী শক্তি অমানবিক হামলা চালাচ্ছে। আন্দোলনকারীদের খুন করা হচ্ছে। নিরীহ গরীব সংখ্যালঘু সহ সমস্ত মুক্তিকামী বাঙ্গালীদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আমরা আতঙ্কিত। ৫২ -এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১- এর মুক্তিযুদ্ধের সময় আমরা এপার বাংলার ভারতবাসী ওপাড়ের আন্দোলনের পাশে ছিলাম । আজ বাংলাদেশের তরুণ প্রজন্মের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আন্দোলনেও আমরা আছি তাদেরই পাশে, সহমর্মিতায়, সৌভ্রাতৃত্তের বন্ধনে ।
বাঙ্গালীর জাতিসত্তা রক্ষার এই লড়াইয়ে আমাদের দায় বাঙ্গালী হিসাবে
তো বটেই ভারতবাসী হিসাবেও অস্বীকার করতে পারিনা। ভারত বাংলাদেশের চিরকালীন
মিত্র দেশ, আজ তাই বাংলাদেশের এই অস্থির অবস্থায়ও আমাদের রাষ্ট্রপতি
মাননীয় শ্রী প্রনব মুখোপাধ্যায়ের সংসদীয় দল নিয়ে বাংলাদেশ সফরে গিয়ে
প্রজন্ম চত্তরের এই উত্তাল গণ-আন্দোলনকে কুর্নিশ জানিয়ছেন । অথচ মৌলবাদী
শক্তিরা সেই সময় টানা হরতাল ডেকে চ্যালেঞ্জ জানিয়েছে বাংলাদেশের
গণতন্ত্রকেই ।কোলকাতা প্রেস ক্লাব, কোলকাতা,
আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বাংলাদেশের যুদ্ধাপরাধীদের শাস্তি ও বাঙ্গালীর জাতিসত্তা রক্ষার দাবীতে গণ-আন্দোলন দমনে সেখানকার জামাত- রাজাকার - বিএনপি র মিলিত অশুভ মৌলবাদী শক্তি অমানবিক হামলা চালাচ্ছে। আন্দোলনকারীদের খুন করা হচ্ছে। নিরীহ গরীব সংখ্যালঘু সহ সমস্ত মুক্তিকামী বাঙ্গালীদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আমরা আতঙ্কিত। ৫২ -এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১- এর মুক্তিযুদ্ধের সময় আমরা এপার বাংলার ভারতবাসী ওপাড়ের আন্দোলনের পাশে ছিলাম । আজ বাংলাদেশের তরুণ প্রজন্মের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আন্দোলনেও আমরা আছি তাদেরই পাশে, সহমর্মিতায়, সৌভ্রাতৃত্তের বন্ধনে ।
পাশাপাশি আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মৌলবাদী শক্তির কিছু দোসর এপার বাংলাতেও সক্রিয় হয়ে ওঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে । কোলকাতা প্রেস ক্লাব –এ সাংবাদিক সম্মেলন ডেকে ওপারের মৌলবাদীদের সমর্থন জানানো হচ্ছে। এছাড়া তাদের এত দুঃসাহস যে ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে কলকাতার শহিদ মিনারে যুদ্ধ অপরাধী রাজাকার বাহিনীর সমর্থনে তারা সমাবেশ ডেকেছে। আমারা শাহবাগের পাশে আমরাও - ফেসবুক কমিউনিটি সহ ১২ টি গণ-সংগঠন যৌথভাবে আবেদন জানিয়েছি যাতে সেই সমাবেশের অনুমতি প্রশাসন যেন না দেন। নতুবা আমাদের কমিউনিটি- এর পক্ষ থেকে সমস্ত সংগঠন ঐদিন কোলকাতা মেট্রো চ্যানেলের সামনে অবস্থান করবে। এই রাজ্য তথা ভারতবর্ষকে আমরা ভারতবাসীরা কোন মৌলবাদীদের ঘাঁটি বানাতে দেব না। আমরা আছি সদা-সতর্ক। ইতিপূর্বে ৩রা মার্চ -২০১৩, রবিবার বনগাঁ ষ্টেশন থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত মিছিলে বিভিন্ন সংগঠনের কয়েক হাজার মানুষ পা মিলিয়েছেন। আগামীদিনে আরও বহু গণ-সংগঠন যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। শুধু এই রাজ্য নয়, দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী ভারতীয়, বাংলাদেশী সহ অন্য দেশের নাগরিকরাও মুক্তচিন্তার এই আন্দোলনে শরীক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আমাদের কমিউনিটির বন্ধুরা আমাদের আন্দোলনে যুক্ত হয়ে আন্তর্জাতিক সংহতি মঞ্চ গড়ে তুলেছেন। ১৭ ই মার্চ লন্ডনে এপার-ওপার বাংলার বন্ধুরা তথা ইংল্যান্ডের বন্ধুরাও একসাথে হয়ে বাংলাদেশ দূতাবাসের সামনে শাহবাগ আন্দোলনে তাদের সমর্থন জানাবেন। এছাড়া লাগোসেও এই ধরণের উদ্যোগ নিচ্ছেন আমাদের কমিউনিটির বন্ধুরা।
আমারা ইতিমধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য-সরকারের কাছে দাবী জানিয়েছি যে,
• ভারত ও রাজ্য সরকারকে আন্তর্জাতিক বিধি মেনে বাংলাদেশ সরকারের পাশে থাকতে হবে।
• ভারত-বাংলাদেশ সীমান্তসহ এপারের মাটি যাতে শাহবাগ বিরোধী আন্দোলনের ঘাঁটি না হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
• মৌলবাদী সংগঠনের উপর কড়া নজর রাখতে হবে।
• বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা আরও জোরদার করতে হবে।
• বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
• প্রয়োজনে রাষ্ট্রসংঘকে প্রতিনিধিদল পাঠানোর জন্য অনুরোধ করতে হবে।
আমরা মনে করি আমাদের ভাষা ও সংস্কৃতির রক্ষার্থে , বাঙ্গালী জাতিসত্তা রক্ষার লড়াইতে , আমাদের সমাজ ও রাজনৈতিক বিপন্নতার কাণ্ডাড়ী হয়ে উঠতে পারে এই নতুন প্রজন্ম । আসুন, আমরা সবাই আমাদের সমর্থনের হাত বাড়াই ।
'শাহবাগের পাশে আমরাও - একটি ফেসবুক কমিউনিটি'
শাহবাগের পাশে আমরাও--- এর পক্ষে
দীপ্তিমান বসু, অরূপ চক্রবর্তী, পঙ্কজ রায়, সুকুমার মিত্র
কোলকাতা প্রেস ক্লাব, কোলকাতা, ১১ই মার্চ,২০১৩।
৯৮৩০১৩৮৮৫৮/৯৮৩০৯৩৪৪৬৭/ ৯৩৩৩৭০৪০৬২/৯৮৩০৩৫৩৫৮০
E-Mail: sahbag.wb@gmail.com
Source: http://www.eidesh.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন