সোমবার, ১৮ মার্চ, ২০১৩

সিডনিতে গণজমায়েত : যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি

অস্ট্রেলিয়ার সিডনির প্রাণকেন্দ্র মারটিন প্ল্যাসে গতকাল রোববার যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত গণজমায়েতে ’৭১-এর যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার অঙ্গীকার করেন সিডনি প্রবাসীরা। জমায়েতে কয়েকশ প্রবাসী শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলার সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। মানবতাবিরোধীদের শাস্তির ব্যাপারে কোনো শিথিলতা সহ্য করা হবে না। একই সঙ্গে তারা বলেন, ধর্ম যার যার, দেশ সবার। ধর্মের ভুল ব্যাখ্যা করে মুসলমানের ধর্মের ব্যাপারে উল্টাপাল্টা ফতোয়াদানকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

এ সময় শাহবাগের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয় সিডনির প্রাণকেন্দ্র। বিভিন্ন পেশাজীবী, ছাত্র, শিক্ষক, গৃহিণী, শিশু-কিশোর-যুবক, মুক্তিযোদ্ধারা এবং ’৭১-এর প্রত্যয়ে নতুন প্রজন্মের যোদ্ধারা দল বেঁধে আসেন এই গণজমায়েতে। এ সময় শপথ নেন সিডনি প্রবাসীরাÑ সমস্ত রাজাকারের বিচার না হলে ঘরে ফিরবে না বাঙালি। বিলি করা হয় লিফলেট। স্বাক্ষর নেয়া হয় পিটিশনে-যেটা স্টেট আর ফেডারেল পার্লামেন্টে দেয়া হবে।

গণজমায়েত আয়োজন করে গণজাগরণ মঞ্চ, অস্ট্রেলিয়ার সাইবার যোদ্ধারা আর সংস্কৃতিকর্মীরা। উল্লেখ্য, এটি তাদের তৃতীয় সমাবেশ। এরপর প্রবাসী বাঙালি অধ্যুষিত প্রতিটি স্থানে প্রতি মাসে গণজমায়েতের কর্মসূচি দেয়া হয় গণজাগরণ মঞ্চ থেকে। আগামী ২৪ মার্চ অস্ট্রেলিয়ার প্রতিটি স্টেট পার্লামেন্টে মানববন্ধন কর্মসূচি ঘোষণার মাধ্যমে শেষ হয় ৩ ঘণ্টাব্যাপী এই গণজমায়েত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন