শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

‘হেফাজতের দাবি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’

হেফাজতের ১৩ দফা দাবি মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত সংবিধান এবং উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পরিপন্থী। অগ্রসরমান বিশ্বপরিক্রমার সঙ্গে সাংঘর্ষিক। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এ দাবি গ্রহণযোগ্য নয়। তাদের এ দাবি বাস্তবায়িত হলে দেশ মধ্যযুগে প্রবেশ করবে। ইসলামের ভুল ব্যাখ্যা করে স্বার্থান্বেষী একটি মহল দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে তা কঠোরভাবে দমনের জন্য সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের দু’দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মে জে (অব) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের অর্ধেক নারীকে গৃহবন্দী রেখে সামগ্রিক উন্নয়ন কর্মকা-কে এগিয়ে নেয়া সম্ভব নয়। ইসলামের ভুল ব্যাখ্যা করে কতিপয় স্বার্থান্বেষী মহল সে কাজটি করার অপচেষ্টা করছে। যুগের বাস্তবতায় সৌদি সরকার যেখানে নারীদের ক্রমান্বয়ে কর্মস্থানে যোগ দেয়ার সুযোগ সৃষ্টি করছে, সেখানে ইসলাম হেফাজতের নামে নারীদের গৃহবন্দী করার দাবি অযৌক্তিক। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন