শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

জামায়াত নিষিদ্ধ দাবি ॥ সিলেটে তৌহিদী জনতার সমাবেশ লাঠিমিছিল

জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন সিলেটের তৌহিদী জনতা। শুক্রবার বাদ জুমা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থান থেকে লাঠি মিছিল বের করা হয়। জামায়াত-শিবির নিষিদ্ধসহ বিভিন্ন স্লোগান সহকারে মিছিল নগরীর প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াত মওদুদীবাদে বিশ্বাসী ও পথভ্রষ্ট একটি দল। তাদের আক্বিদা আহলে সুন্নত ওয়াল জামায়াত ও কোরান-হাদিসের পরিপন্থী। তাদের সঙ্গে শরিক হয়ে কোন কাজ করা বা তাদের কোন প্রকার সহযোগিতা করা জায়েজ নয়। পাড়া মহল্লায় জামায়াত-শিবিরের সামাজিকভাবে তাদের বয়কট করা মুসলমানদের ঈমানী দায়িত্ব। বক্তারা জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিটি পাড়া মহলায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কওমী মাদরাসা সংরক্ষণ কমিটির ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা লোকমান আহমদ। বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোহাম্মদ আলী, মাওলানা আবুল হোসাইন, মাওলানা তাহুরুল হক, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা মতিউর রহমান ও মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন