মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৩

‘বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স’র আত্মপ্রকাশ

ঢাকা: ব্লগারদের প্রেশার গ্রুপ হিসেবে ‘বাংলা কমিউনিট ব্লগ এলায়েন্স’ (BCBA) এর আত্মপ্রকাশ ঘটেছে। ভবিষ্যতে ব্লগগুলোর এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর সম্ভাব্য সকল আক্রমণ প্রতিরোধ এবং প্রয়োজনে জোটবদ্ধভাবে অভিন্ন কৌশল অবলম্বনের লক্ষ্যে এ এলায়েন্স গঠিত হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে ৯২ ঘণ্টাব্যাপী ব্ল্যাক-আউট থেকে সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় বেরিয়ে আসে বাংলা ব্লগগুলো।


বাংলা ব্লগ সোমবার সহিংস মৌলবাদীদের চাপের মুখে নতি স্বীকার করে ব্লগারদের ওপর সরকারের নিপীড়নমূলক আচরণের প্রতিবাদে গত ৪ এপ্রিল দুপুর ১২ টা থেকে একযোগে সকল মুক্তচিন্তার চর্চা ও বিকাশপন্থী বাংলা ব্লগ ব্ল্যাক-আউটে গিয়েছিল।

অভূতপূর্ব সংহতির এ ব্ল্যাকআউটে অংশ নেয় আদিবাসী বাংলা ব্লগ, আমারব্লগ, আমরাবন্ধু, ইস্টিশন, উন্মোচন, ক্যাডেট কলেজ ব্লগ, চতুর্মাত্রিক, নাগরিকব্লগ, নকশা ব্লগ, প্রজন্ম ব্লগ, প্রযুক্তিবার্তা, বিজ্ঞানস্কুলব্লগ, মুক্তমনা, মুক্তাঙ্গন, মুক্তচিন্তাব্লগ, সচলায়তন, সরব, স্বাধীন বাংলা স্টেশন এবং শৈলী এই প্রতিবাদী ব্ল্যাক-আউটে যোগ দিয়ে ব্লগ-সাইটে প্রবেশ সীমিত করে প্রতিবাদী ব্যানার প্রদর্শন করেছিল।

নীড়পাতা, রাতমজুর, বন্দনাকবির, গুরুভাই, একুয়ারিজিয়া, রাইয়ানহাসান, স্বপ্নবাজসহ, আলিম আর রাজী, মাহবুব সুমন, কৌশিক, মেঘ অদিতিব্লগ ইত্যাদিসহ এই প্রতিবাদে যোগ দিয়েছিল অসংখ্য ব্যক্তিগত ব্লগ।

ইমেল বার্তায় আরও জানানো হয়, সুদীর্ঘ সময় ধরে অনেক ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে বাংলা ব্লগমণ্ডল তার পথ পরিক্রমা করেছে, যাকে মুখর করে রেখেছে বহু মত, বহু ভাবনা আমাদের অনলাইন জগতকে মুখর করে রেখেছে। কিন্তু সম্প্রতি বাংলাব্লগ যে আন্দোলনের সূতিকাগার সেই, শাহবাগ আন্দোলনের সূত্র ধরেই বাংলা ব্লগ আক্রান্ত হয়েছে তার নেমেসিস, রুদ্ধচিন্তা ও মৌলবাদের নখরের নিচে। রাজনৈতিক প্রজ্ঞাহীন শক্তি, নির্লিপ্ত সামাজিক গোষ্ঠী, চিন্তারহিত বুদ্ধিজীবী, স্বার্থসন্ধানী মিডিয়া, সকলেরই চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে এই ব্লগগুলো। এই আক্রমণকে একা রুখবার দিন ফুরিয়েছে, সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার। তাই বিসিবিএ গঠন করা হয়েছে।

এ বার্তায় বছরের পর বছর ধরে ব্লগাররা যে নিরলস পরিশ্রমে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে অনলাইনে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির চেতনা সমুন্নত রেখেছেন। এখনো রাখছেন, ভবিষ্যতেও রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।

বিসিবিএ’র সঙ্গে যোগাযোগ করা যেতে পারে bcba1971@gmail.com অ্যাড্রেসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন