বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

জামায়াত-শিবিরকে রুখতে এগিয়ে আসার আহ্বান আরএমপির

রাজশাহী: রাজশাহীতে জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতা রুখে দিতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ(আরএমপি) কমিশনার এস এম মনির-উজ-জামান।

বুধবার বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
মহানগর পুলিশ কমিশনার জানান, পয়লা এপ্রিল শালবাগান এলাকায় পুলিশের আর্মড উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের ওপর হামলায় জড়িত ২৬ জনকে তারা এরই মধ্যে সনাক্ত করতে পেরেছেন। বর্তমানে তাদের গ্রেফতারে মাঠে রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া শাহাদত ইসলাম নামে একজনকে পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে। হামলায় কারা অংশ নিয়েছিল, সে ব্যাপারে শাহাদত অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানান পুলিশ কমিশনার।

এসময় সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে মহানগর পুলিশ কমিশনার জানান, মঙ্গলবার রাতে মহানগরীর সপুরা এলাকার ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শক্তিশালী বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু চাইনিজ কুড়ালও উদ্ধার করা হয়েছে। এ কুড়ালগুলো অত্যাধুনিক, যা নাশকতার কাজে ব্যবহার হতো বলে জানান তিনি।

কারও গতিবিধি সন্দেহজনক হলে তার ব্যাপারে নিকটস্থ থানায় খবর দেওয়ার জন্য বিশেষভাবে নগরবাসীর প্রতি অনুরোধ জানান পুলিশ কমিশনার।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রোকনুজ্জামান, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন