বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

বিএনপি-জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে জবিতে মানববন্ধন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: হরতালের নামে সারাদেশে বিএনপি-জামায়াত-শিবিরের তাণ্ডব ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের মধুপুরে গত ১৯ মার্চের হরতালে নিহত ছাত্রলীগ নেতা ইমরান হত্যা ও সম্প্রতি পুলিশের উপর জামায়াত-শিবিবের হামলাসহ সব হত্যাকাণ্ড ও তাণ্ডবের বিচারের দাবিতে জবি ছাত্রলীগ এই মানবন্ধন আয়োজন করে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অনেক সাধারণ শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, “জামায়াত-শিবির ও বিএনপি মিলে হরতালের নামে মানুষ হত্যার রাজনীতি শুরু করেছে। ছাত্র সমাজ তাদের ধ্বংসযজ্ঞ রুখে দেবে।”

সংগঠনটির সভাপতি শরীফুল ইসলাম বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ) উপর জামায়াত-শিবিরের হামলা জঙ্গিবাদকেও হার মানায়। দেশের স্বাধীনতাবিরোধী এই সংগঠন নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।

তিনি ছাত্রলীগ নেতা ইমরান হত্যাকাণ্ডসহ পুলিশ ও সংখ্যালঘুদের উপর হামলার বিচারের দাবি জানান।

ইমরানের ছোট ভাই জবি ছাত্র ইকরামুল ইসলাম ও সাধারণ শিক্ষার্থীরাও ইমরান হত্যাসহ সব হত্যাকাণ্ড ও পুলিশ এবং সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে এবং ঘটনায় জড়িত বিএনপি, জামায়াত-শিবির কর্মীদের বিচার দাবি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন