গণজাগরণ সংবাদ
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, বিরাজমান
অবস্থা অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে। দেশ
জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে পারে। যুদ্ধাপরাধের বিচার কেন্দ্র করে
জামায়াত-শিবির যে তাণ্ডব চালাচ্ছে, পুলিশের ওপর সহিংস আচরণ করছে—এর
উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার ভণ্ডুল করা।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দেশের চলমান অবস্থা নিয়ে সুজনের এক সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে বদিউল আলম মজুমদার এ কথা বলেন।
জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, যুদ্ধাপরাধের বিচারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি আন্দোলন করতে চাইলে সরকার দমন-পীড়নের আশ্রয় নিচ্ছে। বিএনপি নেতাদের ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে নেওয়া হচ্ছে। প্রতিপক্ষকে এভাবে দমন-পীড়ন করলে সমস্যার সমাধান হবে না।
ফেহাজতে ইসলামের লংমার্চ সম্পর্কে সুজনের সম্পাদক বলেন, সরকার যদি হেফাজতে ইসলামের পাশাপাশি বিএনপিসহ অন্যান্য প্রগতিশীল দলের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেয়, এতে সমস্যার সমাধান হতে পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সুজনের সভাপতি হাফিজ উদ্দিন খান বলেন, ‘শুনেছি, ব্লগাররা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি করেছে। এটা ঠিক করেনি। রাজনীতিতে ধর্ম যুক্ত হলে পরিস্থিতি নাজুক হয়ে যায়।’
শাহদীন মালিক বলেন, রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু ও অরাজনৈতিক আচরণ দেশকে ব্যর্থ রাষ্ট্রের কাছাকাছি নিয়ে গেছে। সমস্যার সমাধানে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে সরকারকে সংলাপের তাগিদ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, এতে কোনো দল পূর্বশর্ত দিতে পারবে না।
এ ছাড়া বর্তমান অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে একটি পূর্ণাঙ্গ বিবৃতি দাবি করেছেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন