মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

কুতুবদিয়ায় জামায়াত নেতার নামে স্কুলের নাম প্রস্তাব বাতিল দাবি

কক্সবাজার জেলার কুতুবদিয়ায় গোপনে স্থানীয় জামায়াত আমিরের পিতার নামে প্রাথমিক বিদ্যালয়ের নামকরণের প্রস্তাব প্রেরণকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে এলাকাবাসী। খবর পেয়ে ব্যক্তি বিশেষের নাম বাদ দিয়ে পাড়ার নামে ওই স্কুলের নামকরণের জন্য স্থানীয় চার দানবীর ব্যক্তি জমিদান করে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন এমপির নির্দেশে ১৫০০টি প্রথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের ডাইরেক্টর সিরাজুল ইসলাম শুক্রবার সরেজমিন পরিদর্শনে এসে জামায়াত নেতার পিতা শরীফ-সালাম সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে নামকরণের সত্যতা পেয়েছেন।
এলাকাবাসীর পক্ষে কুতুবদিয়া উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া খান এ সংক্রান্ত একটি আবেদন রবিবার প্রধানমন্ত্রীর দফতরে দাখিল করেছেন বলে জানা গেছে। অভিযোগে জানা গেছে, সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের মহৎ উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় কুতুবদিয়া এলাকাবাসীর পক্ষে জইজ্যারপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাঠানো হয়। তবে ২০১১ সালে ইউপি চেয়ারম্যান থাকাকালে উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহরিয়ার চৌধুরী জামায়াত নেতাদের সঙ্গে আঁতাত করে জইজ্যার পাড়া নাম বাদ দিয়ে ইউপি জামায়াতের আমির ও সরকারী সম্পদ ভবন ফাইলপত্রাদিতে অগ্নিসংযোগ সহিংস ঘটনা মামলার পলাতক আসামি মৌলানা আবদুর ছাত্তারের পিতা ও চাচা শরীফ-সালাম প্রাথমিক বিদ্যালয় নামকরণ করে প্রস্তাব পাঠান সংশ্লিষ্ট দফতরে। এখবর জানতে পেরে ফুঁসে উঠেছে উপজেলার সর্বস্তরের লোকজন। তাদের দাবি- সরকারী স্কুল কারও স্বজন বা ব্যক্তির নামে নয়, জনগণ অধ্যুষিত ওই পাড়ার নামে নামকরণ করতে হবে। এজন্য নুর মোহাম্মদ, নুরুল আলম, নুরুল আমিন ও মোক্তার আহমদ প্রতিষ্ঠিতব্য বিদ্যালয়ের নামে জমিও দান করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর দফতরে দাখিলকৃত আবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ আহমদের বিরুদ্ধেও জামায়াত নেতাদের গোপনে সহযোগিতার অভিযোগ এনে তাঁর প্রত্যাহার দাবি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন