বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

ঈশ্বরদীতে জামায়াত-শিবিরের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে ৯ মামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঈশ্বরদী: ঈশ্বরদীতে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে নয়টি মামলা দায়ের করেছে পুলিশ।

প্রতিটি মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রব্বানী খান জুবায়েরকে প্রধান আসামি করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।
বৃহস্পতিবার পর্যন্ত এসব নেতাকর্মীদের বিরুদ্ধে নয়টি মামলা রেকর্ড করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ওসি আকবর হোসেন এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রব্বানী খান জুবায়ের।

পুলিশ জানায়, গত কয়েক দিনের হরতালে ঈশ্বরদীতে যেসব গাড়ি ভাঙচুর ও নাশকতা চালানো হয়েছে তাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়িত ছিল।

এসব মামলায় জুবায়ের খান ছাড়াও জামায়াতে ইসলামী নেতা মজিবর রহমান, সাইদুল ইসলামসহ সবাই গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন