মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৩

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ম্যানচেষ্টার থেকে লন্ডনব্যাপী ৫শ কিলোমিটার লংমার্চ শুরু হচ্ছে

গণজাগরণ মঞ্চ সংবাদ, লন্ডন
বাংলাদেশে যুদ্ধপরাধের বিচারের দাবিতে শাহবাগের গনজাগরণ মঞ্চের সাথে একাত্মতা জানিয়ে তৃতীয় বাংলা খ্যাত ব্রিটেনের বাংলাদেশীরা এক ব্যাতিক্রমী কর্মসূচী পালন করেছে। গণজাগরণমঞ্চ ইউকের সহযোগিতায় ২০ মার্চ হতে শুরু হচ্ছে ওয়ার্কিং ফর জাস্টিস নামের এই কর্মসুচী। ৭ দিনব্যাপী এই কর্মসূচীর আওতায়ম্যানচেষ্টার থেকে পায়ে হেঁটে প্রায় ৫শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লন্ডন এসে বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় নাম্বার টেন ডাউনিং ষ্ট্রিটে স্মারকলিপি প্রদানকরবেন ওয়ার্কিং ফর জাস্টিসকর্মীরা।

বাংলাদেশের বাইরে স্থাপিত প্রথম স্থায়ীশহীদ মিনার ম্যানচেষ্টারের ওল্ডহাম থেকে ২০ মার্চ বুধবার সকাল ৭টায় শুরুহবে এ পদযাত্রা। সাড়ে ৪৮২.৮০ কিলোমিটার পায়ে হেটেওয়াকিং ফর জাষ্টিস কর্মীরা ষ্টোক অন ট্রেন্ট, বার্মিংহাম, নর্দাম্পটন, লুটন হয়ে লন্ডনে পৌঁছবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে।

ওয়াকিং ফর জাষ্টিসের সমন্বয়ক নাট্যকার ও অভিনেতা ফজলুল কবীর তুহিন বলেন, মূলত যুদ্ধাপরাধীদেরবিচার এবং যেসব যুদ্ধাপরাধী দেশের বাইরেঅবস্থান করছেন তাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে সেখানকার আইনে বিচারের দাবীতে আমাদের এই আয়োজন।তিনিবলেন, স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার শান্তির জন্য যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেয়া প্রয়োজন। এতে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন